সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে জামিন পেয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজন। তিনি জানান দুপুর ১টায় আদলত তার জামিন মঞ্জুর করেন।
সন্ধ্যার দিকে কারাগার থেকে মুক্তি পাবেন তিনি।
২২ জানুয়ারি তার কুয়ারপাস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করেছিল এসএমপির কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করেছিল। দুই সপ্তাহের মাথায় জামিন পেলেন তিনি।
তাকে গ্রেফতারের সময় কোতোয়ালি থানা ওসি জানিয়েছিলেন, একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়।
এদিকে পিযুষ অনুরাগীরা কারাফটকে তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
নির্বাহী সম্পাদক