মাদারীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবম শ্রেণির এক ছাত্রীর আপত্তিকর ছবি প্রকাশ করার অভিযোগে রফিকুল ইসলাম (১৯) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৮। আজ সোমবার দুপুরে শিবচর থেকে তাঁকে আটক করা হয়। আটক রফিকুল একই এলাকার মোহন হাওলাদারের ছেলে।
র্যাব-৮-এর সূত্রমতে, আপত্তিকর ছবি প্রকাশের অভিযোগে মেয়েটির পরিবারের সদস্যরা গত শনিবার র্যাবের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে আটক করে র্যাব।
র্যাবের দাবি, ওই স্কুলছাত্রীর পরিবার এ ঘটনায় একাধিকবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোনো প্রতিকার পায়নি। এ ছাড়া বিভিন্ন ব্যক্তির মাধ্যমে উল্টো ওই স্কুলছাত্রীর পরিবারকে ভয়ভীতি দেখানো হয়। পরে র্যাবের কাছে লিখিত অভিযোগ দিলে র্যাব আইনি ব্যবস্থা গ্রহণ করে।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রইছউদ্দিন বলেন, রফিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছে। আটক রফিকুলের বিরুদ্ধে আইসিটি আইনে শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন।
নির্বাহী সম্পাদক