মিটু বিতর্কে কয়েক দিন আগে অভিযোগের বন্যা বয়ে গিয়েছিল গোটা ভারতে। মুখ খুলেছিলেন দেশের বড় অভিনেত্রীরা। আঙুল উঠেছিল দেশের তাবড় তাবড় অভিনেতা, পরিচালক ও প্রযোজকদের বিরুদ্ধে। এবার মুখ খুললেন তেলুগু অভিনেত্রী সাক্ষী চৌধুরী।
জানালেন নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। এক রাতের জন্য এক কোটির টাকার প্রস্তাব পেয়েছেন তিনি। সম্প্রতি বিষয়টি নিয়ে সাক্ষী একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, আমার ছবি ও ভিডিও শেয়ার হওয়ার পর থেকে প্রত্যেকে পাগল হয়ে যাচ্ছে, এক রাতের জন্য ১ কোটি টাকা দিতে চাইছেন অনেকে, কিন্তু তারা বোকা।
আমাকে কেনা যায় না, শুধু দেখেই কাজ চালাও। ‘ম্যাগনেট’ ছবি দেখতে প্রথম দিন হলে যাও। সদ্যই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘ম্যাগনেট’ ছবিটি। টুইটে সেই ছবিটি দেখতেই অনুরোধ করেছেন তিনি। তেলুগু ছবি‘সেলফি রাজা’(২০১৬),‘পোটুগাডু’(২০১৩)-তে অভিনয় করেছিলেন তিনি।