২০১১ সালে লাক্সের প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন সেমন্তী সৌমি। এই প্রতিযোগিতার পর মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার পাশাপাশি ‘সন্দেহ ভাইরাস’, ‘ডাক্তার পাড়া’, ‘চিরকুমারী ক্লাব’ নাটকগুলোতে অভিনয় করে পরিচিতি পান।
তবে এবার আসছে তার অভিনীত নতুন ছবি ‘বয়ফ্রেন্ড’। আগামী ৮ই মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানালেন সৌমি। তিনি বলেন, বর্তমানে আমার নতুন ছবি ‘বয়ফ্রেন্ড’-এর মুক্তির অপেক্ষায় রয়েছি। ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন রহমান। এতে তাসকিন ভাইয়ের বিপরীতে অভিনয় করে বেশ ভালো লেগেছে।
এরইমধ্যে ছবির ডাবিং শেষ করেছি। এমন বড় বাজেটের একটি ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে আমার। এটি ভেবে সত্যিই অনেক ভালো লাগছে। আশা করছি, ছবিটি দর্শকরা পছন্দ করবেন। ‘বয়ফ্রেন্ড’ ছবিটি যৌথ প্রযোজনায় নির্মাণ হয়েছে। এটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের নিরঞ্জন বিশ্বাস ও কলকাতার নেহাল দত্ত। এ ছবিতে আরো অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা আমান রেজা।