Home » রিয়াল মাদ্রিদের জয় বার্সেলোনার চিন্তার কারণ নয়তো?

রিয়াল মাদ্রিদের জয় বার্সেলোনার চিন্তার কারণ নয়তো?

লা লিগায় আলাভেসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র ও দিয়াজ।

লা লিগায় এসপানিওলের বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জয়, কোপা ডেল রেতে জিরোনার বিপক্ষে ৩-১ গোলের জয়। আজ আবার লা লিগায় আলাভেসের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়। কোপা ডেল রে-এর এল ক্লাসিকোর আগে রিয়ালের দুর্দান্ত ফর্ম বার্সেলোনার চিন্তার কারণ হতেই পারে!

কাগজে কলমে সেটা এখনো জানা যায়নি অবশ্য। তবে আজকের ম্যাচে আলাভেসকে নিয়ে ছেলেখেলা খেলেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে শুরু থেকেই অতিথিদের চাপে রাখে রিয়াল। বলের দখলে এগিয়ে থাকা সোলারির শিষ্যরা প্রথম গোল পায় ম্যাচের ৩০তম মিনিটে। বেনজেমার গোলে স্বাগতিকেরা প্রথমার্ধে এগিয়ে গেলেও দ্বিতীয় গোলের দেখা পায় ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে। ৮০তম মিনিটে মার্কো অ্যাসেনসিও আর ভিনিসিয়াস জুনিয়রের বল দেওয়া-নেওয়ার গোলপোস্টের ডান পাশ দিয়ে বল জালে জড়ান রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।

২-০ গোলে এগিয়ে থাকা রিয়াল আলাভেসের কফিনে শেষ পেরেকটি ঠোকে যোগ হওয়া সময়ে। ৯১তম মিনিটে বেনজেমার বদলি হিসেবে নামা দিয়াজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। প্রথম লেগে আলাভেসের মাঠে হারের প্রতিশোধও নেওয়া হলো এ জয়ে। চলতি মৌসুমে এবারই প্রথম টানা চার ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ। আলাভেসকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে আসল রিয়াল। ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা অ্যাটলেটিকোর ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৫০ পয়েন্ট।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *