শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিসিএস ও ব্যাংকে চাকুরির ক্ষেত্রে সাফল্য লাভের কৌশল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় শাবিপ্রবি কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মোস্তফা মোরশেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এবং মর্নিংটোন ইউনিভার্সিটির অধ্যক্ষ মো. ফয়সাল আহমেদ।
এর আগে সংগঠনের সভাপতি সৈয়দা মারজানা রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আলমগীর তৈমুর, সংগঠনের উপদেষ্টা ও ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আফজাল হোসেন, গণিত বিভাগের প্রভাষক এসএম সাইদুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মেহেদী হাসান নাহিদ।
অনুষ্ঠান শেষে সম্প্রতি অনুষ্ঠিত ইংরেজিতে উপস্থিত বক্তৃতা বিষয়ক ’স্পিকার্স হান্ট’ প্রতিযোগিতায় বিজয়ী সেরা ৩ জনের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিজয়ীরা হলেন, উদয় রহমান, রাজিয়া সুলতানা ও আফিফ আবরার।
সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ ও সহ-কোষাধ্যক্ষ মাহমুদা খানম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি আবুল হোসাইন, রাজিব হোসাইন হীরা, মহিউদ্দিন রুবেল, সহ-সভাপতি নূরুল হাসান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, কামরুল ইসলাম, আশরাফুল ইসলাম হিমেল, নেছার উদ্দিন, মাহির মাহমুদ, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর প্রমুখ।
উল্লেখ্য, ‘কাম হেয়ার স্পিক বেটার’ এই স্লোগানকে সামনে রেখে ২০০৫ সালের ১ ডিসেম্বর যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত স্পিকিং সেশন, সেমিনার, ওয়ার্কশপসহ বিভিন্ন ধরণের সহশিক্ষামূলক কার্যক্রম করে আসছে এ সংগঠনটি।
প্রতিনিধি