Home » ভক্তদের ফোনের অপেক্ষায় মৌসুমী

ভক্তদের ফোনের অপেক্ষায় মৌসুমী

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। ভক্তরা বরাবরই চান সরাসরি তার সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে।
কিন্তু সেই সুযোগ তো আর সচরাচর পাওয়া সম্ভব নয়।
তবে এবার তেমনই একটা সুযোগ হাতের মুঠোয় আসলো মৌসুমী ভক্তদের।
আজ (৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় যে কোনও বাংলালিংক নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই এ অভিনেত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন যে কেউ! ভক্তদের কোনও প্রশ্ন থাকলে উত্তরও দেবেন এই অভিনেত্রী।
এ বিষয়ে এক ভিডিও বার্তায় মৌসুমী বললেন, ‘দর্শকদের সঙ্গে সরাসরি গল্প করার জন্য এটা দারুণ একটা সুযোগ আমার জন্য। ৩ ফেব্রুয়ারি ঠিক রাত ৮টায় আমি থাকছি বাংলালিংক স্টার জোন সার্ভিসে। থাকব শুধু দর্শকের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি, আপনারা রেডি তো? আমি থাকব আপনাদের অপেক্ষায়।’
অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে ভক্তদের সরাসরি কথা বলার এই উদ্যোগ নিয়েছে যৌথভাবে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।

এদিকে চলতি বছর প্রথম বিজ্ঞাপনের মডেল হলেন প্রিয়দর্শিনী মৌসুমী। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে এর দৃশ্যধারণ হয়। এখন অপেক্ষা প্রচারের। খুব শিগগিরই রিপন নাগের পরিচালনায় জিহান মিল্কের বিজ্ঞাপনে দেখা যাবে এই অভিনেত্রীকে।
মৌসুমী বললেন, ‘এ বছর এটি আমার প্রথম বিজ্ঞাপনে কাজ করা। খুব গোছানো একটি ইউনিটের সঙ্গে কাজ করলাম। বিজ্ঞাপনের গল্প ও ভাবনাটি খুব সুন্দর। আর সে কারণেই কাজটি করা। আমি মনে করি, গতানুগতিক বিজ্ঞাপনগুলোর থেকে এটি একটু আলাদা হবে।’
নির্মাতা রিপন নাগ জানান, কিছুদিনের মধ্যেই বিজ্ঞাপনটি একযোগে সবগুলো টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।
এদিকে, ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত সিনেমা ‘রাত্রির যাত্রী’। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।

এছাড়াও মৌসুমী সম্প্রতি অংশ নিয়েছেন সাঈদুর রহমান সাঈদের ‘মধুর ক্যান্টিন’ সিনেমার শুটিংয়ে। এতে তিনি সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *