মিসরের মিনায়াতে তোলেমাইক যুগের ৫০টি মমি করা দেহের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। দেশটির পুরাতত্ত্ব মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জানা যায়, সন্ধানকৃত মমির ১২জনই শিশু। ধারণা করা হচ্ছে মমিগুলো ৩০৫-৩০ খ্রিষ্টপূর্বের। সম্প্রতি মিনায়ার এল গাবেল তুনার ৩০ ফিট গভীরে চারটি সমাধিকক্ষ থেকে উদ্ধার করা হয় মমিগুলো।
কয়েকটি মমি লিনেন কাপড় দিয়ে মোড়ানো ছিলো। আর কয়েকটি পাথর কিংবা কাঠের কফিনে রাখা ছিলো। কর্মকর্তারা জানান, তাদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে তারা সবাই গুরুত্বপূর্ণ কেউ ছিলেন।
বার্তা বিভাগ প্রধান