Home » মিউনিখে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি

মিউনিখে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি

আগামী ১৪ ফেব্রুয়ারি জার্মানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতারা। এরই মধ্যে সফরকে ঘিরে ইউরোপের বিভিন্ন দেশে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা প্রস্তুতি সভাও করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী চতুর্থবার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটিই প্রথম বিদেশ সফর। জার্মানির মিউনিখে আন্তজার্তিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে আগামী ১৪ ফেব্রুয়ারি জার্মানিতে যাওয়ার কথা তার।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জার্মান আওয়ামী লীগ তাকে নাগরিক সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী (সাবু) এবং সাধারণ সম্পাদক শেখ বাদল আহম্মেদ জানান, মিউনিখে নিরাপত্তা সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গেও বৈঠক হতে পারে শেখ হাসিনার। জানা গেছে, নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ অতিথিরা আসবেন। দলীয় নেতকর্মীরা শুরুতে প্রধানমন্ত্রীকে বিমানবন্দর ও হোটেল লবিতে অভ্যর্থনা জানাবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি।’

যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ শনিবার রাতে জানান, ‘শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ নেতা কর্মীরা মিউনিখ যাবেন। আমরাও যাচ্ছি।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *