Home » সিলেটে আবারো ভূমিকম্প

সিলেটে আবারো ভূমিকম্প

সিলেট ও আশেপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল দুই দশমিক ৯। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে এ ভূমিকম্প হয়। হঠাৎ কম্পনে জনমনে আতঙ্ক দেখা দেয়। অনেকেই বাসা থেকে তৎক্ষণাৎ নিচে নেমে পড়েন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এরআগে ১৪ জানুয়ারি সিলেটে ২ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।

সিলেটের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, বড় আকারে ভূমিকম্প হলে পরবর্তীতে ছোট মাত্রায় ঘন ঘন ভূমিকম্প অনুভূত হয়। কিন্তু সিলেট কিংবা বাংলাদেশে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি এড়িয়ে যাওয়া যাবে না।

সাঈদ আহমদ চৌধুরী বলেন, শনিবার ও আগের ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটের খুব কাছে। কিন্তু সঠিক জায়গাটি চিহ্নিত করা যায়নি। তাই বড় কোনো ভূমিকম্প হবে কি না তা বলা মুশকিল।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *