সিলেট সদর উপজেলার উমাইর গাঁও এর সামাজিক সংগঠন “এডুকেশন এন্ড কালচারাল ডেভেলপমেন্ট ফোরামের” ১ম বনভোজন সফলভাবে সম্পন্ন ।
২৮ ফেব্রুয়ারি ২০২০ লীপ ইয়ার স্মরনে শুক্রবার পর্যটন অঞ্চল জাফলং ও শ্রীপুর এ বনভোজন অনুষ্ঠিত হয় ।
সংগঠনের প্রবাসী সদস্য সহ প্রতিষ্ঠাকালীন সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় ও আর্থিক অর্থায়নে বনভোজন পরিচালনা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে । বনভোজনে আনন্দ বাড়ানোর জন্য আবৃতি, ছড়া, গান, সহ নানা প্রকার খেলাধুলা ইত্যাদি প্রতিযোগিতা মূলক সামাজিক অনুষ্টান পরিচালনা হয়।