বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। শনিবার দিনের সকালে আকাশে মেঘের আনাগোনা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কেটে যায়, অনুভূত হয় ভ্যাপসা গরম। বিকেলের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হয় ঝড়-বৃষ্টি।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, নববর্ষের দিনে বেশিরভাগ জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দুপুরের পর অনেক জায়গায় বিশেষ করে দেশের পশ্চিম অংশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং ঢাকাতেও বিকেল বা সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, এদিন সকালের দিকে একটু মেঘলা আকাশ থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা কেটেও যাবে। তাই বিকেল পর্যন্ত ভ্যাপসা গরম থাকতে পারে ।