বিশ্বনাথে ওসির পর এস আই প্রত্যাহার: সাইফুলের টাকা বড় না আম বড়
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথ থানার ওসি শামীম মুসার পর এস আই ফজলুকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার(১৩ মে) বিশ্বনাথ থানা থেকে প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।পুলিশের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্বনাথ থানা পুলিশে এখন বদলি্ আতংক বিরাজ করছে। এস আই ফজলু ডাবল মার্ডারের আসামি যুক্তরাজ্যা প্রাবাসি সাইফুলের কথিত ফ্রেন্ড ছিলেন। ফজলু থানা…