এয়ারপোর্ট থানা এলাকায় মানব পাচার চার জন গ্রেফতার
সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় মানব পাচার ও মুক্তিপন আদায় সংক্রান্তে ০৪(চার) জন আসামী গ্রেফতার করা হয়। অনুমান ০৪ বছর পূর্বে ভিকটিম (১৬), সাং-দিগলিয়া পশ্চিমপাড়া,থানা-অভয়নগর, জেলা-যশোর, বর্তমান সাং- ঘাসিটুলা, বাসা নং-১২, তাহির মিয়ার গলি, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট নানীর বাড়ির প্রতিবেশী পান্না বেগম (৪০) কৌশলে তাকে বেড়াতে যাওয়ার কথা বলে যশোর থেকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যায়। ঐখানে…