জগন্নাথপুরে মেলার “লাকি কুপন” বিক্রেতার দন্ড : ৮ বান্ডেল টিকেট ধ্বংস
সিলেট :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মেলার লাকি কুপন বিক্রেতাকে দন্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় পৌর পয়েন্ট’র ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় জগন্নাথপুরে চলিত “ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের” নামে মেলাÍ লাকি কুপন ৮ বান্ডেল ধ্বংস করা হয় বলে জানিয়েছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. হারুন-অর-রশিদ…