গোয়েন্দা পুলিশে (ডিবি)’র অভিযানে ১০৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি আটক :
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শিবেন বিশ্বাস এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিমপাড়া ৬নং রোড পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আরিফ আহমেদ (৩২), পিতা- আঙ্গুর উদ্দিন @ কয়ছর উদ্দিন, মাতা- শানু বেগম, সাং- বহর আ/এ, বিএডিসি, খাদিমনগর, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে আটক করেন। আটককালে…