সিলেট নগরীর যানজট কমানোর সাফল্য দেখিয়ে পুরস্কৃত এডিসিসহ ৬৩ পুলিশ
সিলেট নগরীর ফুটপাত দখল করে হকারদের যত্রতত্র ব্যবসার জন্য সিলেট নগরীর কেন্দ্রস্থলে যানজট লেগেই থাকত। সিটি করপোরেশনকে সঙ্গে নিয়ে লালদীঘির পাড় এলাকার খোলা মাঠে ফুটপাতের হকারদের পুনর্বাসন উদ্যোগ নেওয়া হয় নতুন বছর সামনে রেখে। এক সপ্তাহের মাথায় নগরীর কেন্দ্রস্থলের বন্দরবাজার, কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার এখন অনেকটাই হকারমুক্ত। সড়কেও নেই আগের মতো যানজট। নগরবাসীকে যানজট থেকে…