অসহায়দের জন্য কিছু নেই, টাকাওয়ালাদের প্রণোদনা দিচ্ছে সরকার: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, ‘করােনা পরিস্থিতি মােকাবিলায় গরিব অসহায় মানুষের জন্য কােনও ব্যবস্থা করেনি সরকার, এটা সংবিধান পরিপন্থী। যাদের টাকা-পয়সা আছে, তাদের জন্য প্রণোদনা দিচ্ছে হাজার হাজার কােটি টাকা। সেটা পাবে কারা? ব্যবসায়ীরা? এই ব্যবসায়ীরা ব্যাংকের মালিক, গার্মেন্টসের মালিক। যা কিছু হচ্ছে সব বড়লােকদের জন্য আর গরিব খেটে খাওয়া মানুষ সব…