টিলাগড় থেকে শুদ্ধি অভিযান দরকার নইলে আ. লীগ জনবান্ধব দল থাকবে না
কেবল অ‘ভিযু‘ক্তদের নয়, সিলেট নগরীর টিলাগড় এলাকার অ‘প‘রাধ কর্মকা‘ণ্ডের লাগাম টানতে ওই এলাকার গ্রুপ লিডারদেরও বিচার করতে হবে বলে মনে করেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। টিলাগড় থেকেই আওয়ামী লীগের শুদ্ধি অ‘ভিযান শুরু করতে হবে বলেও মত তার। মঙ্গলবার (৬ অক্টোবর) একটি গণমাধ্যমের সাথে আলাপকালে এমন মত প্রকাশ করেন মিসবাহ সিরাজ।…