আইলারে নয়া দামান গানের শিল্পী তসিবা বেগমকে নিয়ে কিছু কথা
আইলারে নয়া দামান আসমানেরও তেরা… বিছানা বিছাইয়া দেও শাইল ধানের নেড়া… দামান বও দামান…’। নেট দুনিয়া ভাইরাল এই গানটি মানুষের মুখে মুখে আর একের পর এক ভিডিও হচ্ছে গানটি দিয়ে। তবে গানটির নতুন এই ভার্সনের শিল্পীর রয়েছে আক্ষেপ। নতুন করে গানটিতে কন্ঠ দিয়েছেন সিলেটের দুই উদীয়মান শিল্পী প্রবাসী মুজা ও তসিবা। পুরনো গান হলেও নতুন…