
নাবিলা-জোবাইদুলের বিয়ে
শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: গায়ে জড়ানো সোনালি রঙের লেহেঙ্গা ও মাথায় লাল টুকটুকে ওড়না। শরীরে মোড়ানো ভারী অলংকার। জাঁকালো বিয়ের অনুষ্ঠানে এভাবেই বধূ সেজে হাজির হন উপস্থাপিকা ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তার বর জোবাইদুল হক পরেন কালো শেরওয়ানি, মাথায় ছিল লাল পাগড়ি। (২৭ এপ্রিল) রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে দু’জনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। দুই পরিবারের সদস্য…