
সোনমের বিয়ে
ডেস্ক নিউজ : বলিউড তারকা সোনম কাপুর আজ মঙ্গলবার সকালে বিয়ে করেছেন। বর তাঁর প্রেমিক আনন্দ আহুজা। দিল্লির ব্যবসায়ী আনন্দের সঙ্গে সোনমের পরিচয় এক বন্ধুর মাধ্যমে। আজ একটি বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে সোনম আর আনন্দের বিয়ের কথা জানিয়েছে কাপুর ও আহুজা পরিবার। মুম্বাইয়ে রকডেল বাংলোয় শিখ রীতিতে বিয়ে হয়েছে সোনম ও আনন্দের। বিয়েতে সোনম পরেছেন অনুরাধা ভাকিলের…