
এলআরবি’র জন্মদিনে যুক্ত হলেন বালাম
গেল ২৮ বছরে আইয়ুব বাচ্চুর নেতৃত্বে আকাশছুঁই জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। তবে গত ১৮ অক্টোবর দলনেতার হঠাৎ প্রস্থানে প্রায় স্থবির হয়ে পড়ে এলআরবি’র স্বাভাবিক কার্যক্রম। কারণ, ভোকাল সংকট।সেটি কাটিয়ে ওঠার লক্ষ্যে এবার দলটির সঙ্গে প্রধান ভোকাল ও গিটার বাদক হিসেবে যুক্ত হলেন বালাম। যিনি ওয়ারফেজ ব্যান্ডের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে একক ক্যারিয়ারে ব্যস্ত ছিলেন শেষের কয়েক বছর।এলআরবি’র…