ভালোবাসার উৎসবে ‘রাত্রির যাত্রী’ হচ্ছেন মৌসুমী-অপূর্ব
আগামীকাল ১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসাভাসির দিন এটি। দিনটি পৃথিবীর সব প্রেমিক-প্রেমিকাদের বেশ আকাঙিক্ষত ও আনন্দের।দিনটি ঘিরে প্রতিটি কাপলের একটি বিশেষ পরিকল্পনা থাকে। এবারের ভালোবাসার উৎসবে ‘রাত্রির যাত্রী’ হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক আনিসুর রহমান মিলন। কি বুঝলেন না? খুলে বলা যাক। এবারের ভালোবাসা দিবসে দর্শকদের আনন্দ দ্বিগুন করতে ইমপ্রেস টেলিফিল্ম মুক্তি দিতে…