এখন খলনায়ক হিসেবে শাহরুখ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয়। এ তারকাকে নিয়ে তামিল সিনেমার পরিচালক অ্যাটলি কুমার এবার নির্মাণ করতে যাচ্ছেন ‘থালাপাতি ৬৩’। এর আগে সিনেমাটির একটি ক্যামিও চরিত্রে বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনয় করবেন বলে গুঞ্জন উঠে। এবার শোনা যাচ্ছে, ক্যামিও নয় সিনেমাটির প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। জি-নিউজ জানায়, অ্যাটলি কুমারের ‘থালাপাতি ৬৩’ সিনেমায় ক্যামিওর ছরিত্রে…