প্রভাস-শ্রদ্ধার রোমান্স দৃশ্যে তন্ময় অন্তর্জাল
আর মাত্র তিন দিন পরেই মুক্তি পেতে চলেছে ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন ছবি ‘সাহো’। বড়পর্দায় ছবিটি দেখার জন্য কোটি ভক্ত অপেক্ষার প্রহর গুনছেন। এবার মুক্তি পেল এ ছবির আরেকটি নতুন গান ‘বেবি ওন্ট ইউ টেল মি’। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ঝড় তুলেছে অন্তর্জালে। প্রভাস-শ্রদ্ধার রোমান্স জয় করেছে অন্তর্জালবাসীর মন। ইউটিউবে ‘বেবি ওন্ট ইউ টেল…