ফের ধামাকা, কুমার শানুর মেয়ে শ্যাননের সঙ্গে গান রেকর্ড করলেন হিমেশ রেশমিয়া
অনলাইন ডেস্ক : কুমার শানুর মেয়ে শ্যানন কে-এর সঙ্গে গান রেকর্ড করলেন হিমেশ রেশমিয়া। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানেই গাই গাইতে দেখা যায় শ্যাননকে। জানা যাচ্ছে,পরবর্তী সিনেমা হ্যাপি হীর অ্যান্ড হার্ডি-র জন্য কুমার শানুর মেয়ে শ্যাননের সঙ্গে গান রেকর্ড করেন হিমেশ রেশমিয়া। টিকটক নাম দিয়ে সেই হিমেশের সঙ্গে নতুন গান রেকর্ড…