‘রবার্ট’ সিনেমা, সাত দিনে ১০০ কোটির পথে
ভারতের কন্নড় চলচ্চিত্র অঙ্গনে একটা ঝড় জরুরি ছিল। আর ঠিক সময়েই মুক্তি পেল অভিনেতা দর্শনের আলোচিত সিনেমা ‘রবার্ট’। করোনা মহামারির মধ্যেও কন্নড় ইন্ডাস্ট্রিতে ব্লকবাস্টার সিনেমা উপহার দিলেন দর্শন। মহাশিবরাত্রি উপলক্ষে ১১ মার্চ মুক্তি পায় সিনেমাটি আর এরই মধ্যে বক্স অফিসে তুফান তুলেছে ‘রবার্ট’। নতুন মাইলফলক সৃষ্টি করেছে এ সিনেমা। এবার ‘রবার্ট’ সিনেমার ব্যবসা প্রসঙ্গে আসা…