
শিশু জাইফাকে অপহরণ করতেই সাবলেট নেন শাপলা
ঢাকার আজিমপুরে বাসায় ডাকাতির পর অপহরণের শিকার আট মাস বয়সী শিশু আরিসা জান্নাত জাইফাকে উদ্ধার করেছে র্যাব। এছাড়া অপহরণে জড়িত এক নারীকে গ্রেফতার করেছে এলিট ফোর্সটি। তার নাম ফাতেমা আক্তার শাপলা। ২৭ বছর বয়সী শাপলাকে আটক করার পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। মূলত শিশু জাইফাকে অপহরণ করতেই ফারজানার বাসায় সাবলেট নেন শাপলা। সেখানে একরাত থাকার…