সোনাই নদীতে ধরা পড়ল ৪ ফুট লম্বা রাঘব চিতল
ডেস্ক নিউজ: বাড়ির পাশে সোনাই নদীতে মলা, পুঁটি, টাকি মাছের জন্য শনিবার বিকালে জাল ফেলেছিলেন জালাল আহমেদ। কিন্তু ভাগ্যদেবি স্বয়ং তাকে ধরা দিলেন। মেঘ না চাইতেই এ যেন বৃষ্টি! তার জালে ধরা পড়ল ৪ ফুট লম্বা এক বিশাল রাঘব চিতল। এ মাছ বিক্রি করে স্ত্রী, সন্তান নিয়ে ভাল-মন্দ খেয়ে পুরো রমজান মাস পার করতে পারবেন…