পিলখানা ট্র্যাজেডি: ১১ বছরেও অসমাপ্ত বিস্ফোরক মামলার বিচারকার্য
আজ ২৫ ফেব্রুয়ারি ইতিহাসের সেই কালো দিন। এগার বছর আগে ২০০৯ সালের এই দিনে পিলখানায় সাবেক বিডিআর ও বর্তমান বিজিবি সদর দপ্তরে ঘটে যায় এক পৈশাচিক ঘটনা। তখন সকাল ৯টা ২৭ মিনিট। দরবার হলে চলমান বার্ষিক দরবারে একদল বিদ্রোহী বিডিআর সৈনিক ঢুকে পড়ে। সিপাহী মঈন নামে এক জন বিডিআর সদস্য মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের…