
বাংলা নববর্ষে নেই কোন আমেজ করোনা ভাইরাসের কারনে বর্ষবরণের আয়োজন নিজ নিজ ঘরেই
মঙ্গলবার নতুন বছরের আগমনী বার্তা ঘোষিত হবে না ঢাকার রমনার বটমূল থেকে, বর্ণিল মঙ্গল শোভাযাত্রাও বের হবে না চারুকলা থেকে, উৎসবেও মাতবে না দেশের প্রান্ত থেকে ওপ্রান্ত। তবুও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঘরে ঘরে ক্যালেন্ডারের পাতা ওল্টাবে, শুরু হবে ১৪২৭ সাল। তবে এমন বর্ষবরণ আগে দেখেনি কেউ। ফসলি সন হিসেবে মুঘল আমলে যে বর্ষগণনার সূচনা হয়েছিল,…