
আর্মড পুলিশ পরিচয়ে প্রতারণা, দুইজনকে থানায় দিল জনতা
রামু রাজারকুল ইউনিয়নের পশ্চিম হালদারকুল স্টেশন থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য পরিচয়ধারী ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তারা হলো- রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকার আবু বক্কর ছিদ্দিক (লুতু মিয়ার) ছেলে মোঃ নুরুল আবছার আকাশ (২০) ও চৌকাদার পাড়া এলাকার নবী হোসেনের ছেলে নুরুল আলম নুরু (১৯)। শনিবার (১১এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে স্টেশনের…