
খরুলিয়ায় দিন মজুরকে কুপিয়ে হত্যার চেষ্টা, মামলা নিতে গড়িমসি!
কক্সবাজার সদরের খরুলিয়ার পূর্ব মোক্তারকুলে পূর্ব শত্রুতার জের ধরে দিনে দুপুরে জাফর আলম নামের এক দিনমজুরকে হত্যার উদ্দেশ্যে দা, কিরিচ, হকিস্টিক দিয়ে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গত ১৩ এপ্রিল ঘটে যাওয়া এমন একটি ঘটনার অভিযোগ থানা সূত্রে জানা যায়। অভিযোগদাতা জাফর আলম স্থানীয় আমিন নামের একজন খামারীর প্রতিষ্ঠানের পাহারাদার। তিনি প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত…