একই পদে ৪৫ বছর, পপ কর্মচারিদের অসন্তোষ : শেষ ভরসা প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার : ১৯৭৫ থেকে ২০২০ পর্যস্ত এ দীর্ঘ ৪৫ বছর সময়ে বাংলাদেশে অনেক কর্মকর্তা কর্মচারিদের অনেক উন্নতি হলেও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারিদের তেমন কোন উন্নতি হয়নি। তাদের নিয়োগবিধি নেই, প্রমোশনও নেই, গ্রেড ও পরিবর্তন হচ্ছেনা। ফলে সারা দেশে সাড়ে ২৯ হাজার FPI-FWA দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এমন কি একই মন্ত্রনালয়ের কর্মচারিদের সাথে…