পড়ে যাওয়া বিমান দেখতে ভিড় আলুক্ষেতেই বসল মেলা
ইঞ্জিন বিকল হয়ে উড্ডয়নরত অবস্থায় রাজশাহীর তানোর উপজেলার দেবীপুর গ্রামে একটি আলুক্ষেতে পড়ে যায় একটি প্রশিক্ষণ বিমান। আর এ ঘটনা দেখতে শত শত মানুষ ভিড় জমায় ওই ঘটনাস্থলে। এ সুযোগে সেখানে বসেছে অস্থায়ী মুখরোচক খাবার দোকান। আর এতে সেখানে এক প্রকার মেলার পরিবেশ সৃষ্টি হয়। বাংলাদেশ ফ্লাইং ক্লাবের এস২ এজিজি সেসনা ১৫২ মডেলের একটি প্রশিক্ষণ…