রামুর জোয়ারিয়ানালায় ভূমিগ্রাসী চক্রের হামলায় একই পরিবারের ৩জন আহত
রামু প্রতিনিধি : রামুর জোয়ারিয়ানালায় ভূমিগ্রাসী চক্রের হামলায় একই পরিবারের ৩জন আহত হয়েছেন। বৃহষ্পতিবার (১৫ এপ্রিল) বেলা ২টায় জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন-মৃত মৌলভী নুরুল হকের স্ত্রী জাহান আরা বেগম (৬৫), ছেলে মোসাদ্দেক হোসেন (৩০) ও মেয়ে অপি করিম। হামলায় আহতরা জানান-তাদের বসত ভিটের পাশর্^বর্তী জমি দখল…