ইনানীতে ৬২ বছর পর বঙ্গবন্ধুর হাতের লেখার আত্মপ্রকাশ
ফারুক আহমদ, উখিয়া:১৯৫৮ সালের ১৬ জানুয়ারী উখিয়ার ইনানী বন বিশ্রামগারে রাত্রি যাপন করছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই সময় পরিদর্শন বহিতে তাঁর স্বহস্তেে লেখা ও বিভিন্ন পরামর্শ মূলক উক্তি দীর্ঘ ৬২ বছর পর ডিজিটাল ব্যানারে আত্ম প্রকাশ করা হয়েছে। এই উদ্যোগটি বাস্তবায়ন করেছেন ইনানী বন রেঞ্জ। জাতির জনকের জম্ম শত বার্ষিকী পালন উপলক্ষে…