
ওয়াইফাইয়ের গতি নেই যা করবেন
শুদ্ধবার্তা ডেস্ক– আপনি একটু সচেতন হলেই ওয়াইফাই কানেকশন দ্বারাই দ্রুত ও নিখুঁত ইন্টারনেট পরিষেবা পেতে পারেন। কারণ অনেক সময়েই গতি হারিয়ে সমস্যা সৃষ্টি করে আপনার ওয়াইফাই সংযোগ। তবে কী কারণে ওয়াইফাই সংযোগ শ্লথ হয় এবং এর সমাধানই বা কী? তা নিয়ে চিন্তিত থাকেন অনেকে। এবার জেনে নিন- ডেটা ট্রান্সফার করতে ২টি রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্য নেয়…