
আইপ্যাড আনলো অ্যাপল!
শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মঙ্গলবার শিকাগোর একটি হাই স্কুলে অনুষ্ঠিত এক ইভেন্টে অপেক্ষাকৃত কম মূল্যের আইপ্যাড উন্মোচন করেছে অ্যাপল। স্কুলের জন্য ৯.৭ ইঞ্চি পর্দার এই আইপ্যাডটির মূল্য পড়বে ২৯৯ মার্কিন ডলার। আর সাধারণ গ্রাহকের জন্য এর দাম হবে ৩২৯ ডলার। অ্যাপলের নিজস্ব স্টাইলাস অ্যাপল পেন্সিল সমর্থন করবে আইপ্যাডটি। আগে শুধু আইপ্যাড প্রো মডেলে অ্যাপল পেন্সিল…