
চিরনিদ্রায় ইন্টারনেট অন্যতম পথিকৃত লরেন্স রবার্টস
২৬ ডিসেম্বর হার্ট অ্যাটাকের কারণে চিরবিদায় নিয়েছেন ইন্টারনেটের অন্যতম পথিকৃত লরেন্স রবার্টস। তার বয়স হয়েছিল ৮১ বছর। বিবিসির খবরে বলা হয়, ষাটের দশকের শেষ দিকে মার্কিন অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (আরপা)-এর একটি অংশের দায়িত্বে ছিলেন রবার্টস। আরপানেট নামের একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরির কাজে লাগানো হয় তাকে। এই নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি এবং হার্ডওয়্যার ও সফটওয়্যার পরীক্ষার…