ইলন মাস্ক কি জিমেইলের ‘প্রতিদ্বন্দ্বী’ নিয়ে আসছেন?
জিমেইলের প্রতিপক্ষ হিসেবে আসতে চলেছে “এক্সমেইল”! এমনই আভাস দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। জিমেইলের প্রতিদ্বন্দ্বী হিসেবে লঞ্চ হতে পারে এই “এক্সমেইল”। ইলন মাস্ক যা ইঙ্গিত করেছেন তাতে মনে হচ্ছে এক্স মাধ্যম একটি নতুন ইমেইল ফিচার হয়তো চালু করতে চলেছে, যা জিমেইলের সঙ্গে জোরকদমে পাল্লা দিতে পারবে। “ডজ ডিজাইনার” এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানেই…