চোখ রাঙাচ্ছে করোনা: মাছ থেকে সবজি কতটা পকেটসই, দেখুন এক নজরে
গরমের সবজি হোক কিংবা প্রতিদিনের মাছ সবই মিলছে ঠিকঠাক দামেই। বাজারে গিয়ে খরচ তেমন বেশি কিছু হবে না। সম্প্রতি মাছের দাম বেশ কিছুটা বেড়ে গিয়েছিল। তবে ফের তা পকেটসই হয়েছে। এমনটাই জানা যাচ্ছে কলকাতা ও তার সংলগ্ন খুচরো ও পাইকারি থেকে। বাজার যাওয়ার আগে জেনে নিন মঙ্গলবারের পাইকারি ও খুচরো বাজার দর| জ্যোতি আলু– ১৫…