বিত্তবানদের সহায়তায় বাঁচতে চায় ৫বছরের শিশু সৃজন
বিত্তবানদের সহায়তা ও চিত্তবানদের ভালবাসায় বেঁচে থাকতে চায় ৫ বছরের ফুটফুটে শিশু সৃজন। সৃজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে দীর্ঘমেয়াদী ও ব্যয়বহল চিকিৎসাধীন রয়েছে।সুনামঞ্জের জগন্নাথপুর উপজেলার গোবিন্দগঞ্জ বাজার এলাকাধীন গুংগিরগাঁও-এর করুণা দেব ও মঞ্জু রাণী দেব’র শিশুপুত্র সৃজন দেবনাথ-এর বর্তমান বয়স ৫বছর। খেলাধূলা ও হাসি-খুশির এ বয়সেই জটিল কিডনী রোগ (নেফ্রটিক সিন্ডম)-এ আক্রান্ত সে। প্রথমে…