শিশু খায় না বলে ডাক্তারের কাছে যাবেন না
মাহবুবা জান্নাত: প্রথমেই বলি, শিশুর খাবারে অনীহার ক্ষেত্রে চিকিৎসকরা কিন্তু মায়েদেরই দোষ দিয়ে থাকেন। ৮০ এর দশকের নামকরা শিশু বিশেষজ্ঞ আকবর আলীর চেম্বারের দরজাতেই লেখা থাকত, ‘শিশু খায় না। এই অভিযোগ নিয়ে কেউ এখানে আসবেন না।’ এর ব্যাখ্যাও তিনি দিতেন নিজের জীবনের উদাহরণ দিয়ে। বলতেন, ‘আমরা ছিলাম দশ ভাই বোন। আমারে মায়ের অত সময় ছিল…