
সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইডেন
ডেস্ক নিউজ: সেন্ট পিটার্সবার্গে শেষ ষোলোর লড়াইয়ে অগণিত সুযোগ নষ্টের ম্যাচে এক গোল গড়ে দিলো পার্থক্য। যাতে সুইজারল্যান্ডকে হারিয়ে সুইডেন উঠে গেল রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। আগামী ৭ জুলাই সামারা অ্যারেনায় সুইডিশদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড কিংবা কলম্বিয়া। প্রথম মিনিটে সুইডিশ ডিফেন্ডারের পা ফসকে বল পান জারদান শাকিরি। সুইজারল্যান্ড তারকার শক্তিশালী শট গোলবারের পাশ দিয়ে চলে…