
রশি টান প্রতিযোগীতায় ‘আলী ভাই’ জুটি চ্যাম্পিয়ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের সেনারগাঁও গ্রামের মাঠে স্টার বয়েজ ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ঐহিত্যবাহী রশি টান প্রতিযোগীতা সোমবার বিকেলে সম্পন্ন হয়েছে। ১০টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত রশিটান প্রতিযোগীতায় ফাইনালে প্রতিপক্ষকে হারিয়ে ‘আলী ভাই জুটি’ চ্যাম্পিয়ন, ‘ভাই-বন্ধু জুটি’ রানার্সআপ ও ‘লঙ্কিপাড়া যুব সংঘ জুটি’ তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী…