
চলছে নিউজিল্যান্ডের ,বাংলাদেশ খেলা
যে উইকেটে রান তুলতে হাপিত্যেশ করে মরেছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। সেখানে রানের ফোয়ারা ছোটাচ্ছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। দীর্ঘ প্রতীক্ষার পর দুই সেঞ্চুরিয়ান জিত রাভাল-টম লাথামকে ফিরিয়ে দিলেও স্বস্তি নেই টাইগার শিবিরে। যে আসছেন সে-ই রান করছেন। সফরকারীদের নির্বিষ বোলিংয়ে চলছে কিউইদের রানোৎসব।আগের দিনের ৮৬/০ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। রাভাল ও লাথাম খেলা শুরু…