চ্যাম্পিয়ন হবে পিএসজি : বিশ্বাস নেইমারের
‘দারুণ একটি দল’ টমাস টুখেলের মতো ‘অসাধারণ একজন কোচ’। পিএসজি এ বছর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতবে। এই বিশ্বাস দলের ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমারের। গত মাসে ডান পায়ের পঞ্চম মেটাটারসালে চোট পেয়ে প্রায় আড়াই মাসের জন্য ছিটকে গেছেন তিনি। এদিকে ঊরুতে চোট পেয়েছেন এডিনসন কাভানি। দলের দুই গুরুত্বপূর্ণ ফরোয়ার্ডের অনুপস্থিতিতে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম…