
৬ বছর পর গোল খরায় মেসি
অনলাইন ডেস্ক: লিওনেল মেসি এমন একজন ফুটবলার, যিনি দুই-এক ম্যাচ গোল না পেলেই ভক্তদের মনে প্রশ্ন জাগে, কী হলো তার! সেখানে লা লিগায় টানা চার ম্যাচে কোনো গোল পাননি আর্জেন্টাইন জাদুকর। গত মৌসুমে লীগে সর্বাধিক গোলের মালিক মেসি এমন গোলখরায় পড়েছিলেন ৬ বছর আগে। ২০১৩’র অক্টোবর থেকে ২০১৪’র জানুয়ারি পর্যন্ত টানা ৪ লীগ ম্যাচে গোলহীন…