
শোয়েবের রসবোধের প্রশংসায় সানি
মুম্বই: বয়সের হেরফের অনেকটাই। তাই কেরিয়ার সমসাময়িক না হওয়ায় বাইশ গজে কখনও মুখোমুখি হননি দু’জনে। তবে সোশ্যাল মিডিয়ায় মৌখিক তরজায় লড়াইটা সম্প্রতি ভালোই জমেছিল কিংবদন্তি সুনীল গাভাসকর ও প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতারের। করোনা তহবিলে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দেওয়ায় কেবল সুনীল গাভাসকর নন, শোয়েবের বিরোধীতায় সুর চড়িয়েছিলেন কপিল দেবও। তবে সুনীল গাভাসকরের সঙ্গে মৌখিক লড়াইটা…