রাহুল-হুডার বিস্ফোরক ব্যাটিং’য়ে রানের পাহাড়ে পঞ্জাব কিংস
মুম্বই: মরুশহরে গত মরশুমে যেখানে শেষ করেছিলেন, চতুর্দশ আইপিএলে যেন সেখান থেকেই শুরু করলেন কেএল রাহুল। সাড়ে ছ’শোরও বেশি রান করে গত মরশুমে অরেঞ্জ ক্যাপের বিজেতা পঞ্জাব অধিনায়কের ব্যাট ঝলসে উঠল চতুর্দশ আইপিএলের প্রথম ম্যাচেই। সঙ্গে দীপক হুডার ধুন্ধুমার ব্যাটিং’য়ে ১৪তম আইপিএলের প্রথম ম্যাচে রানের পাহাড়ে চড়ল প্রীতি জিন্টার দল। জয়ের জন্য রাজস্থান রয়্যালসের সামনে…