
মেসি-নেইমারের বন্ধুত্ব এখন হুমকির মুখে
মেসি-নেইমারের বন্ধুত্বটা অনেক দিনের। বার্সেলোনায় এক সঙ্গে খেলার সূত্র ধরে যেটি এখনও অটুট। তাই বলে বন্ধুত্বের খাতিরে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ভুলে যাচ্ছেন না নেইমার। ব্রাজিলিয়ান তারকা ভালো করেই জানেন, মেসি অনেক দিন ধরে বুভুক্ষু শুধু একটি শিরোপার জন্য। তার পরেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলছেন, শিরোপা মঞ্চে তিনি ভুলে যাবেন সেসব! অবশ্য বন্ধু মেসির সামর্থ্য ও যোগ্যতা নিয়ে…